ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাউন্ডেশন গড়ার ঘোষণা মুশফিকের

প্রকাশিত: ০০:৪৮, ২৯ মে ২০২০

ফাউন্ডেশন গড়ার ঘোষণা মুশফিকের

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসে ২০০৬ সালের ২৬ মে ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে ক্রিকেট পথ চলার ১৫ বছর পূর্ণ হলো তার। এই উপলক্ষে একটি ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন মুশফিক। আর লোগো তেরি করতে ভক্তদের জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করেছেন তিনি। ২০১৭ সালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন মাশরাফি বিন মর্তুজা। যার মাধ্যমে নড়াইল জেলার পাশাপাশি দেশে নানা প্রান্তে অবদান রেখেছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক। এইতো কয়েকদিন আগেই দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে করোনা বিরোধী যুদ্ধে নেমে পড়েন সাকিব আল হাসানও। মুশফিকের ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে এমআর ফিফটিন। যা নিজের নাম ও জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে করা। সব ঠিক হলেও লোগো কেমন হবে সেটা নিয়ে রয়েছে দ্বিধা। তাই নিজ ফেসবুকের মাধ্যমে লোগো ডিজাইনের এক প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন দেশসেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক জানিয়েছেন, প্রতিযোগিতায় জয়ীর সঙ্গে ঢাকার একটি পাঁচতারা হোটেলে ডিনার করবেন তিনি। সঙ্গে থাকছে অটোগ্রাফযুক্ত একটি জার্সি। তাছাড়া ওই লোগোটি ফাউন্ডেশনের লোগো ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে। প্রতিযোগিতার বিস্তারিত নিয়ে মুশফিক বলেন, লোগো প্রতিযোগিতায় কিভাবে অংশ নেবেন তা নীচের ধাপগুলো অনুসরণ করে বুঝে নিতে পারেন। প্রথম ধাপ ॥ ‘গজ১৫’ নিয়ে একটা লোগো তৈরি করুন আপনার পছন্দ মতো। যেখানে আমার কোন উদযাপন, শট যে কোন কিছু থাকতে পারে। নির্দিষ্ট কোন রংয়ের ব্যাপার নেই। দ্বিতীয় ধাপ ॥ নীচের লিঙ্কটা দিয়ে প্রবেশ করে ইমেইল দিয়ে সাইন ইন করুন: যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/ছ২জ৮জ৭ঞশংছ৬কঐঘঔা৭ তৃতীয় ধাপ ॥ নিজের পুরো নাম লিখবেন। আপনার ফোন নাম্বার, ফেসবুক আইডির ইউআরএল, ই মেইল এ্যাড্রেস। চতুর্থ ধাপ ॥ আপনার লোগোর ডিজাইনটি ঔচঊএ অথবা চঘএ ফরম্যাটে পাঠান। এই প্রতিযোগিতাটি ৩০ জুন ২০২০ পর্যন্ত চলবে। শীর্ষ পাঁচ বাছাইকৃত লোগোর ডিজাইনারকে নিয়ে আমি করোনা পরবর্তী সময়ে ডিনার করব। আর যার লোগো আমরা সেরা বিবেচনা করব তিনি পাবেন আমার অটোগ্রাফযুক্ত জার্সি। সবার জন্য শুভকামনা।
×