ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাসপাতাল গেটে সন্তান প্রসব

প্রকাশিত: ০০:৪২, ২৯ মে ২০২০

হাসপাতাল গেটে সন্তান প্রসব

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ মে ॥ সাদুল্যাপুর উপজেলায় রাশেদা বেগম (৩৫) নামে এক প্রসূতিকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে ফিরিয়ে দেয়ায় ওই হাসপাতালের প্রধান গেটের পাশেই সন্তান প্রসব করেছেন। ঈদের দিন সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। রাশেদা বেগম সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা বাঁধের মাথা গ্রামের দরিদ্র বাদশা মিয়ার স্ত্রী। ওই প্রসূতির স্বামী বাদশা মিয়া জানায়, সোমবার সন্ধ্যায় রাশেদা বেগমের প্রসব বেদনা ওঠে। তখন তাকে একটি ব্যাটারি চালিতরিক্সা ভ্যানযোগে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় সেখানে দায়িত্বরত সেবিকা বাসনা রানী কোন পরীক্ষা না করেই তাকে গাইবান্ধায় নিয়ে যেতে বলে। তারপরও বাসনা রানীকে প্রসূতিকে ভর্তি করে নেয়ার জন্য একাধিকবার অনুরোধ করে। এসিড নিক্ষেপ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৮ মে ॥ লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই মেয়েকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার ঈদ-উল-ফিতরের দিন ভোর রাতে ঘরের জানালার কাঁচ ভেঙ্গে কেরোয়া গ্রামে তাদের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে করে মা আনোয়ারা বেগম ও তার দুই মেয়ে সুমাইয়া আক্তার (২৭) ও সুমি আক্তারের (১৮) শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ছোট মেয়ে সুমি আক্তারের সবচেয়ে বেশি ঝলসে গেছে।
×