ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ঈদের ছুটিতে আওয়ামী লীগ নেতাসহ ৬ খুন

প্রকাশিত: ০০:৪০, ২৯ মে ২০২০

কুমিল্লায় ঈদের ছুটিতে আওয়ামী লীগ নেতাসহ ৬ খুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ মে ॥ কুমিল্লায় ঈদের ছুটিতে সৎ মায়ের হাতে দু’সহোদর এবং পৃথক ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ ৬ জন খুন হয়েছেন। জেলার মুরাদনগর, তিতাস, দাউদকান্দি, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় এসব খুনের ঘটনা ঘটে। জানা গেছে, মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামের সুমন মিয়ার প্রথম স্ত্রীর দুই মেয়ে স্বর্ণা (১১) ও ফারিয়াকে (৫) তাদের সৎমা রুনা আক্তার ও বাবা সুমন মিয়ার যোগসাজশে পানিতে চুবিয়ে হত্যা করে। তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীর হোসেন নবীকে (৬০) দুর্বৃত্তরা তার কৈয়ারপাড় গ্রামে কুপিয়ে হত্যা করে। দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পিপিইয়াকান্দি গ্রামে গাছ থেকে আমপাড়া ও রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রকাশ্যে নুরু শাফী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এদিকে জেলার চৌদ্দগ্রামে রামচন্দ্রপুর কেন্ডা গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাই, ভাতিজা ও ভাইয়ের পক্ষের আত্মীয়-স্বজনদের হামলায় প্রবাস ফেরত মুজিবুল হক নিহত হন। সদর দক্ষিণ উপজেলার শাকতলা র‌্যাব অফিসের পেছনে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাজু নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে। বগুড়ায় যুবলীগ নেতাসহ ৩ খুন স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ায় ঈদের আগে ও পরে ৩ দিনে যুবলীগের ২ নেতাকর্মীসহ ৩ জন খুন হয়েছে। এর মধ্যে বগুড়া শহর যুবলীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজকে(৩৬) ঘরের ভেতর ঢুকে নৃশংসভাবে খুন করা হয়। নিহত অন্য ২ জন হলো-বগুড়ার সাবগ্রামের বাঁশবাড়িয়ার যুবলীগ কর্মী বিটল(১৯) ও শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের শামীম হোসেন(৩৫)। গাজীপুরে বন্ধু স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, তুচ্ছ ঘটনার জেরে বন্ধুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় এক গার্মেন্টস কর্মীকে বুধবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম জনি (২০)। সে কুষ্টিয়ার দৌলতপুর থানার মহিষকু-ি এলাকার আব্দুল জলিলের ছেলে। যশোরে বাবা ও যুবক স্টাফ রিপোর্টার, যশোর অফিস থেকে জানান, মণিরামপুরে শিকলবন্দী ছেলে ছাড়া পেয়েই হত্যা করল পিতাকে। মানসিক প্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলীর (২২) শাবলের আঘাতে মারা গেছেন পিতা সাহিল উদ্দীন (৫৫)। বুধবার রাতে হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়। অভয়নগরে ফুফাতো ভাই জাকির হোসেন মোল্যার (৩০) দায়ের কোপে আহত মামাতো ভাই এরশাদ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ঈদের দিন দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জে দুই যুবকসহ তিন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, পৃথক তিনটি স্থানে ঈদের ছুটির মধ্যে দুই যুবকসহ তিনজনকে হত্যা করা হয়েছে। ফতুল্লার মুসলিমনগর এলাকায় ঈদের আগেরদিন রবিবার রাতে ফেরদৌস মিয়া (৩০) নামে এক যুবক বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় আমিনুল ইসলাম ওরফে হানিফ (৩৬) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজারে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে শিমুলতলী এলাকা থেকে এ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এদিকে বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণপাশে শিমুলতলী এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বরিশালে গৃহবধূ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, প্রেমের সম্পর্কে বিয়ে, অতর্পর স্বামী ও তার স্বজনদের দাবিকৃত যৌতুকের বলি হলো গৃহবধূ মুক্তি রানী বৈদ্য (১৮)। এ ঘটনায় থানা পুলিশ পাষ- স্বামী ও তার বাবা-মাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে জেলায় আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামে। সাদুল্যাপুরে স্বামী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা বাঁধের মাথা গ্রামে ঈদের পরদিন মঙ্গলবার রাত ৮টায় স্ত্রীর বিরুদ্ধে আবুল কালাম (৭০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
×