ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারী ও শিশুসহ প্রাণহানি ৯

প্রকাশিত: ২৩:১২, ২৯ মে ২০২০

বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারী ও শিশুসহ প্রাণহানি ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল ফিতরের ছুটিতে গত পাঁচদিনে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের রসুলবাগে দুই শিশুসহ তিনজন, মাগুরায় তিনজন, ময়মনসিংহের নান্দাইলে কিশোর স্কুলছাত্র, টাঙ্গাইলের কালিহাতিতে এক নারী এবং গাইবান্ধার পলাশবাড়ীতে এক কৃষক রয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় বিদ্যুতস্পৃষ্টে দুইশিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭টায় ঝড়-বৃষ্টির সময় এগারো হাজার ভোল্টের একটি বিদ্যুতের তার একটি টিনসেড ভবনের ওপর ঝুলে পড়লে বিদ্যুায়িত হয়ে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- আলমগীর হোসেনের স্ত্রী রুবিনা আক্তার (২৭), রবিউল হোসেনের সাড়ে তিন বছরের শিশুপুত্র মোঃ হাসান শেখ ও আরেক শিশুকন্যা সুমাইয়া (১০)। তার পরিচয় জানা যায়নি।
×