ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ২২শ’

শিল্পপতি চিকিৎসক রাজনীতিকসহ ৬২ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৭, ২৯ মে ২০২০

শিল্পপতি চিকিৎসক রাজনীতিকসহ ৬২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে চট্টগ্রামে। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২শ’ ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম এবং এক চিকিৎসক, এক ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক নেতাসহ ৬২ জন। প্রতিদিনের নমুনা পরীক্ষায় বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এদিকে, তিনটি ল্যাবের পাশাপাশি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়কেও করোনাভাইরাসের পরীক্ষার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি বৃদ্ধি করা হচ্ছে নমুনা সংগ্রহ কেন্দ্রের সংখ্যা। নব প্রতিষ্ঠিত আন্তর্জাতিকমানের ইম্পেরিয়াল হসপিটাল এবং ইউএসটিসির (ইউনির্ভাসিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি, চিটাগং) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামে দুটি বিশেষায়িত কোভিড হাসপাতাল ॥ করোনা চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির পদক্ষেপ হিসেবে চট্টগ্রামে দুটি হাসপাতালকে বিশেষায়িত হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২৬ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নব প্রতিষ্ঠিত আন্তর্জাতিকমানের ইম্পেরিয়াল হসপিটাল ও ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষণা করা হয়। তবে যে দুই হাসপাতালকে বিশেষায়িত হিসেবে ঘোষণা করা হয়েছে তারা সরকারী নির্দেশনার কোন অনুলিপি পায়নি বলে জানা যায়। তবে এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২১৫ জনের শরীরে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২শ’ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত ২১৫ জনের মধ্যে বিআইটিআইডিতে ২০৯টি নমুনা পরীক্ষায় ৩৮টি, সিভাসুতে ১শ’টি নমুনা পরীক্ষায় ৩৬টি, চমেকে ২৫৯টি নমুনা পরীক্ষায় ১৩৮টি এবং কক্সবাজারে ৩৪টি নমুনা পরীক্ষায় ৩টির রিপোর্ট পজিটিভ আসে। মহানগরে ১৮২ জন এবং বাকি ৩৩ জন বিভিন্ন উপজেলার।
×