ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রবিবার থেকে সীমিত পর্যায়ে চলবে বাস ট্রেন ও লঞ্চ

প্রকাশিত: ২২:৪৪, ২৯ মে ২০২০

রবিবার থেকে সীমিত পর্যায়ে চলবে বাস ট্রেন ও লঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ দুই মাসের বেশি সময় গণপরিবহন বন্ধ থাকার পর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পর্যায়ে চলবে বাস লঞ্চ ও ট্রেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫০ ভাগ যাত্রী নিয়ে আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। লঞ্চ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার মালিকদের সঙ্গে বৈঠক ডেকেছে বিআইডব্লিউটিএ। সেইসঙ্গে আজ বিকেল তিনটায় বিআরটিএ চেয়ারম্যান বাস মালিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বাস ও লঞ্চ পরিচালনা করতে গেলে ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প নেই বলছেন মালিকরা। তারা বলছেন, অর্ধেক আসন বিক্রি হলে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাই পরিবহন ব্যয় পরিচালনা করতে হলে অর্ধেক আসনে আগের ভাড়ায় তা সম্ভব হবে না। ফলে ভাড়া বাড়ানো প্রস্তাব দেয়া হবে বাস ও লঞ্চ মালিকদের পক্ষ থেকে। আর সরকার নির্ধারিত ভাড়া মেনেই চলবে গণপরিবহন। ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি ৩১ মে পর্যন্ত গণপরিবহন বন্ধের ঘোষণা আসে। করোনাভাইরাসের মহামারী রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার সরকারী এক প্রজ্ঞাপনে ৩১ মে থেকে সাধারণ ছুটি বাতিল করে অফিস খোলার পাশাপাশি গণপরিবহন চলাচলেরও অনুমতি দেয়া হয়। এর মধ্য দিয়ে আগামী রবিবার থেকে দেশজুড়ে বাস-ট্রেন ও লঞ্চসহ অভ্যন্তরীণ বিমান যোগাযোগ স্বাভাবিক হচ্ছে। ৫০ ভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন ॥ স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, একইসঙ্গে সীমিত পরিসরে ট্রেন চালানো হবে, অর্থাৎ আগে যে রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলত, সেই রুটে এখন দুটি ট্রেন চলবে। বৃহস্পতিবার এ কথা জানান রেলমন্ত্রী। নূরুল ইসলাম সুজন বলেন, সীমিত পরিসরে আগামী রবিবার থেকেই ট্রেন চালু করা হচ্ছে। সেক্ষেত্রে একটি সিট বাদ দিয়ে টিকেট বিক্রি করা হবে। একটি ট্রেনের ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে বলে জানান তিনি। তবে এ ব্যাপারে মন্ত্রণালয়ের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে। তারপর সীমিত পর্যায়ে ট্রেন সিডিউল জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। নৌপথে বাড়বে ভাড়া ॥ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার থেকে সীমিত পরিসরে চলবে লঞ্চ। তবে ভাড়া বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ। শুক্রবার বিকালে লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাসের ব্যাপারে আজ বৈঠক ॥ সরকারী ঘোষণার পর পরই বাস চালানোর ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো। সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ৩১ মে থেকে বাস চালাতে আমরা প্রস্তুত। এ ব্যাপারে সব রকমের সিদ্ধান্ত আগামীকাল বিআরটিএ ভবনে ডাকা বৈঠকে চূড়ান্ত হবে। ইতোমধ্যে বিআরটিএ চেয়ারম্যান আমাদের বৈঠকের কথা জানিয়েছেন।
×