ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অন্য রকম ॥ শিশুদের জন্য বিপদ ঘটাতে পারে মাস্ক!

প্রকাশিত: ২২:০১, ২৯ মে ২০২০

অন্য রকম ॥ শিশুদের জন্য বিপদ ঘটাতে পারে মাস্ক!

নোভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে এখন সবার মুখে মুখে মাস্ক। তবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মাস্ক বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন জাপানের শিশু বিশেষজ্ঞরা। -খবর সিএনএন অনলাইনের। দেশটির পেডিয়াট্রিক এ্যাসোসিয়েশন এক লিফলেটে অভিভাবকদের সতর্ক করে বলছে, দুই বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরিয়ে রাখলে তাদের মুখের রং ও অভিব্যক্তির পরিবর্তন বোঝা যাবে না। তাদের শ্বাসকষ্ট হলেও তা নজর এড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ‘মাস্ক পরানো হলে শিশুদের শ্বাস নিতে কষ্ট হতে পারে; এর ফলে তাদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যাবে।’ বিশেষজ্ঞরা জানান, মাস্ক পরে থাকা শিশুদের বাতাস টেনে নিতে অসুবিধা হয়। আর তাতে শিশুদের ফুসফুসে বাড়তি চাপ পড়ে। অনেক সময় মাস্কের ভেতরে শিশুদের বমি হতে পারে। সেক্ষেত্রে দম বন্ধ হয়ে যাওয়ার মত ঝুঁকি তৈরি হতে পারে। শিশুদের ক্ষেত্রে করোনাভাইরাসের ঝুঁকি তুলনামূলকভাবে কম জানিয়ে জাপান পেডিয়াট্রিক এ্যাসোসিয়েশন বলেছে, দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মাস্ক পরা জরুরী নয়। সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় ফেব্রুয়ারির শেষ দিকে জাপানের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। পরে রাজধানীসহ বিভিন্ন প্রদেশে ৬ মে পর্যন্ত জারি করা হয় জরুরী অবস্থা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এক মাস ধরে চলা সেই জরুরী অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেন গত সোমবার। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বুধবার থেকে। যেসব বিদেশী নাগরিক দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশসহ ১১টি দেশ ভ্রমণ করেছেন, তাদের আপাতত জাপানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জাপানী নাগরিকদের দেশে ফিরতে বাধা না থাকলেও তাদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও ১৪ দিনের সঙ্গনিরোধ মেনে চলতে হবে।
×