ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদে পর্যটকশূন্য কুয়াকাটা

প্রকাশিত: ১৭:১৬, ২৮ মে ২০২০

ঈদে পর্যটকশূন্য কুয়াকাটা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ পর্যটকশূন্য ঈদ কেটে গেল কুয়াকাটাবাসীর। যেন দেখল এক অচেনা কুয়াকাটা। দীর্ঘ সৈকত ছিল জনমানবহীন। প্রকৃতি নিজের সবটা উজাড় করে সেজেছিল। মেঘলা আকাশ। উত্তাল ঢেউয়ের কিনারে আছড়ে পড়ার বিরতিহীন শব্দ। ছিল আমফান তান্ডবের কিছু ক্ষত। ছিল বাতাশের তীব্রতা। এতোকিছুর পরও সৈকতজুড়ে সুনশান নীরবতা। ছিলনা শুধু পর্যটক দর্শনার্থীর কোলাহল। নেই কারও পদচারনা। ফি-বছর এই সময়টায় হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখরিত থাকে কুয়াকাটা সৈকত। কিন্তু পৃথিবীজুড়ে করোনার তান্ডব চলছে, বাইরে নয় বাংলাদেশও। এ কারণে ২৩ মার্চ থেকে লকডাউনে থাকা কুয়াকাটা আছে পর্যটকশূণ্য হয়ে। আবার কোলাহলমুখর হয়ে উঠবে সূর্যোদয়-সূর্যাস্তের লীলাভূমি পর্যটনকেন্দ্র কুয়াকাটা। রাতদিন থাকবে মুখরিত পর্যটকের পদভারে; এমন প্রত্যাশা উপজেলা প্রশাসনের। হয়তো পহেলা জুন থেকে সীমিত পরিসরে কুয়াকাটায় আসবে পর্যটক-দর্শনার্থী। আবার মেতে ওঠবে উত্তাল ঢেউয়ের সঙ্গে, করবে মিতালি। এমনটাই প্রত্যাশা সকলের।
×