ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় মাসব্যাপী ডেঙ্গু ও মশক নিধন শুরু

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ মে ২০২০

নওগাঁয় মাসব্যাপী ডেঙ্গু ও মশক নিধন শুরু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ “পরিবর্তনের লক্ষ্যে প্রগতির পথে আমরা“ এই শ্লোগান নিয়ে ডেঙ্গুর হাত থেকে চেম্বারের সকল সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মাসব্যাপী ডেঙ্গু ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির উদ্যোগে চেম্বার ভবন থেকে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়। এই কর্মসূচীর উদ্ধোধন করেন, চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এম,এ খালেক ও জাহেদুল হাসান জুয়েলসহ চেম্বারের পরিচালকবৃন্দ ও বাজারের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চেম্বারের সকল সদস্যের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চেম্বারের উদ্যোগে ধারাবাহিক ভাবে নওগাঁ পৌরসভার সকল ওয়ার্ডের পাশাপাশি জেলার ১১টি উপজেলা সদর ও বিভিন্ন স্থানে ডেঙ্গু ও মসক নিধন করা হবে। এ লক্ষ্যে চেম্বারের নিজস্ব অর্থ দিয়ে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক ফগার মেশিন ও প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে মসক নিধনের ওষুধ কেনা হয়েছে। প্রয়োজনে আরও মেশিন ও ওষুধ কেনা হবে বলে জানান তিনি।
×