ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ঐতিহ্যবাহী কুম্ভমেলা স্থগিত

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ মে ২০২০

মাদারীপুরে ঐতিহ্যবাহী কুম্ভমেলা স্থগিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ১০ লক্ষাধিক মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ঐতিহ্যবাহী কুম্ভমেলা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধায় থেকে ৩দিন ব্যাপী মহামানব গণেশ পাগলের আশ্রমে প্রতি বছরের মতো এবারো কুম্ভমেলা হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের মহামারীর কারণে তা স্থগিত করেছে কর্তৃপক্ষ। দেশের এ সর্ববৃহৎ মেলা উপলক্ষে প্রতি বছর এই দিনে কয়েক লাখ ভক্ত ও সাধারণ মানুষের সমাগম ঘটে। মেলা স্থগিত হওয়ায় মন্দির ও মেলার আঙিনাসহ ৩২ একর এলাকায় এখন সুনসান নীরবতা বিরাজ করছে। এবার সরকারী নির্দেশনায় জনসমাগমে করোনা সংক্রমণ এড়াতে কুম্ভমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে মেলা উদযাপন কমিটি।
×