ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ঘূর্ণিঝড়ে চারটি গ্রাম বিধ্বস্ত

প্রকাশিত: ১৩:১৮, ২৮ মে ২০২০

হাতিয়ায় ঘূর্ণিঝড়ে চারটি গ্রাম বিধ্বস্ত

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ ঘূর্ণিঝড়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চারটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি সম্পূর্ন ভাবে বিধ্বস্ত হয়। বুধবার দিবাগত গভীর রাতে কাল বৈশাখী ঝড় আঘাত আনে এসব গ্রামে। এদিকে একই সময় বজ্রপাতে একই এলাকার চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী হয়েছে। জানাযায় , গভীর রাতে আঘাত আনা ঘুর্নিঝড়ে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, মাইজচরা, চরচেঙ্গা ও পশ্চিম মাইজচরা গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এসময় অনেকের ঘরের চাল বাতাসে উড়ে যায়। গাছ পড়ে বিধ্বস্ত হয় অনেক ঘর। এদিকে একই সময় বজ্রপাতে সোনাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৪জন আহত হয়। এব্যাপারে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে এদের আর্থিক সহযোগিতা করা হবে।
×