ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় করোনায় এক জনের মৃত্যু, নতুন ১৯ জন শনাক্ত

প্রকাশিত: ১২:৫৮, ২৮ মে ২০২০

ভোলায় করোনায় এক জনের মৃত্যু, নতুন ১৯ জন শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৫০ বছরের আলমগীর নামে এক ব্যাক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তির লালমোহনে ২৩ মে মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বুধবার রাতে রিপোর্ট পজেটিভ আসে। মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আসায় লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন ডাক্তারসহ বেশ কয়েকজন নার্স ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী। ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘন্টায় বোরহানউদ্দিনের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরো ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, দৌলতখানে ১ জন, বোরহানউদ্দিনে ২ জন ও লালমোহনে ৩ জন, চরফ্যাসন উপজেলায় ৩ জন ও , মনপুরা উপজেলায় ৩ জন । এর মধ্যে লালমোহনের এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে।
×