ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ করোনা রোগী নিহত

প্রকাশিত: ১১:১১, ২৮ মে ২০২০

ঢাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ করোনা রোগী নিহত

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে ৫ জন রোগী নিহত হয়েছেন। তারা সেখানে আইসোলেশনে ছিলেন। বুধবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জনায়, হাসপাতালের নিচের তলায় এসির বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে । এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চার জন পুরুষ ও এক জন নারী রয়েছেন। এরা হলেন-রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহবুব (৫০)। জানা গেছে, হাসপাতালের মূল ভবনের পাশে করোনা রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছিল। সেখানেই ওই ৫ জন চিকিৎসাধীন ছিলেন।
×