ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতিবর্ষনে তলিয়ে গেছে বরিশাল নগরীর অধিকাংশ সড়ক

প্রকাশিত: ১৪:৫১, ২৭ মে ২০২০

অতিবর্ষনে তলিয়ে গেছে বরিশাল নগরীর অধিকাংশ সড়ক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ টানা আড়াই ঘন্টার বৃষ্টিতে নগরীর সদর রোডসহ বেশকিছু এলাকার সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। বুধবার সকাল আটটা দশ মিনিট থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতের পরিমান ৩২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মোঃ আনিচুর রহমান জানান, বৃষ্টিপাতের সময় ঘন্টায় ৩১ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিলো। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা আরও একদিন স্থায়ীত্ব হতে পারে। তিনি আরও জানান, এটা উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের ফলে হয়েছে। এজন্য বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এদিকে টানা আড়াই ঘন্টা বৃষ্টির কারণে নগরীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। যারা অতিপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, তাদের সড়কে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পথচারীরা অভিযোগ করেন, অতিবৃষ্টি হলেও ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়ায় পানি জমে নগরীর সদর রোডসহ বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। ফলে তাদের চলাচলে চরম দুর্ভোগে পরতে হচ্ছে।
×