ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৪:৪৮, ২৭ মে ২০২০

বরিশালে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আকস্মিক মুষলধারে একটানা বজ্র-বৃষ্টিতে বুধবার সকালে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। বজ্রপাতে জেলার মুলাদী উপজেলার চর ভেদুরিয়া গ্রামে আব্দুল মান্নান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, সকাল সাড়ে আটটার দিকে ছবিপুর ইউনিয়নের পশ্চিম চরভেদুরিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে কৃষক আব্দুল মান্নানের মৃত্যু হয়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল আটটা দশ মিনিট থেকে একটানা নয়টা পর্যন্ত বরিশালে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে বজ্র-বৃষ্টি হয়েছে বলেও সূত্রটি উল্লেখ করেন।
×