ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ১৩:০৪, ২৭ মে ২০২০

লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে জ্বর, সর্দি, কাশি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় জহির হোসেন (৪৬) নামে এক ব্যক্তি মৃত্যু বরণ করেছে। তার পিতার নাম মো. হোসেন। সদর উপজেলার বশিকপুরের বিরাইমপুর গ্রামে মৃতের বাড়ী। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা ডা. এবিএম নিজাম উদ্দিনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করেছে। মৃতের বাড়ীট লকডাউন করে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দু’জন মৃত্যু বরণ করেছেন। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন অজুহাত দেখিয়ে গত চারদিন যাবৎ লক্ষ্মীপুরের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রেখেছে বলে অভিযোগ ওঠেছে। এর ফলে নমুনা পরীক্ষার নমুনা পরীক্ষার জন্য পড়ে আছে ৩৬৯টি। বিশ^বিদ্যালয় ল্যাব থেকে একবার বলা হচ্ছে, কিট সংকট, আবার বলা হচ্ছে পরীক্ষা ভালো হয়না। নানান অজুহাত দেখিয়ে লক্ষ্মীপুরের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রেখেছে তারা। এর ফলে রোগী এবং তাঁদের স্বজনদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বেড়েই চলেছে। এলাকাবাসী এ ব্যাপারে সরকারের উর্ধ্বতন কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন জানান, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে নানান সমস্যার ফলে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তিনি জানান, ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিটিউ অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টারে সর্বশেষ ২৮৫ টি নমুনা করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
×