ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত সীমান্তের কাছাকাছি বিমানঘাঁটিতে শক্তি বাড়াচ্ছে চীন

প্রকাশিত: ১১:৫৫, ২৭ মে ২০২০

ভারত সীমান্তের কাছাকাছি বিমানঘাঁটিতে শক্তি বাড়াচ্ছে চীন

অনলাইন ডেস্ক ॥ ভারত সীমান্তের কাছাকাছি বিমানঘাঁটিতে জে-১৬ যুদ্ধবিমান মজুদ রাখাসহ শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে চীন। অনেক আগেই লাদাখে প্যাংগং লেকের ২০০ কিলোমিটার দূরে তিব্বতের ‘গাড়ি কুনসা’য় একটি বিমানবন্দর বানিয়েছে চীন। তখন দেশটি জানিয়েছিল, অসামরিক বিমান পরিবহণের জন্যই ওই বিমানবন্দর তৈরি করা হচ্ছে। কিন্তু সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, গত এক মাসে ওই বিমানবন্দরের সম্প্রসারণের কাজ রাতারাতি বেড়ে গিয়েছে। সেখানে রীতিমতো একটি বিমানঘাঁটি তথা যুদ্ধবিমানও দাঁড় করিয়ে রেখেছে চীনের বিমানবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১২শ’ থেকে ১৫শ’ সদস্য উত্তরাঞ্চলীয় প্যাংগং লেকের তীর, ডেমচক ও গালোয়ান উপত্যকা অঞ্চলের চার-পাঁচটি এলাকায় অমীমাংসিত চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর মুখোমুখি অবস্থানে রয়েছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, পিএলএ’র কিছু সীমান্ত প্রতিরক্ষা রেজিমেন্ট অমীমাংসিত চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী হয়েছে। মহড়া থেকে ওই অঞ্চলের সীমান্তের দিকে সরিয়ে নেয়া হয়েছে কমপক্ষে ৫০০ সেনাকে।
×