ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরগুনায় কিশোর গ্যাং দের হামলায় এস এস সি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: ১৯:০৮, ২৬ মে ২০২০

বরগুনায় কিশোর গ্যাং দের হামলায় এস এস সি পরীক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, বরগুনা ॥ বরগুনার সদর উপজেলায় পায়রা নদীর তীর গোলবুনিয়ায় ঈদে বেড়াতে গিয়ে কিশোরদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে তার উপর হামলা করা হয়। গুরুতর আহত হৃদয় (১৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে মারা যায়। হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণিতে পড়তো। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বিকেল ৫টার দিকে নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়নের গ্রুপের ১০/১২ জন হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
×