ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় করোনাকালেও মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহন আটকে চাঁদাবাজি

প্রকাশিত: ১৮:১৯, ২৬ মে ২০২০

কলাপাড়ায় করোনাকালেও মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহন আটকে চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ করোনার কারনে মানুষের সড়ক-মহাসড়কে চলাচলের একমাত্র যানবাহন ব্যাটারিচালিত অটোবাইক, অটোরিক্সা। কিন্তু তাও চাঁদা না দিয়ে চলাচল করতে পারছে না। কলাপাড়ায় কুয়াকাটাগামী মহাসড়কের শেখ কামাল সেতুর সংযোগ সড়কের চাঁদাবাজি থামছেইনা। প্রত্যেকটি অটোবাইক থেকে প্রত্যেকবাওে ৩০ টাকা করে আদায় করছে চাঁদাবাজ একটি চক্র। কলাপাড়া পৌরসভার টোলের নামে এচক্রটি সড়ক ও জনপদের মহাসড়কে চলাচল করা এসব যানবাহন থেকে এভাবে চাদাবাজি করে বেড়াচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার দুপুরে পাখিমারায় যাত্রী নিয়ে যাওয়া এক অটোচালক জানায় তার কাছ থেকে ৩০ টাকা আদায় করা হয়েছে। প্রকাশ্যে দিনের বেলা চাঁদাবাজি চলছে। অভিযোগ রয়েছে মামুন নামের এক যুবক এমন চাঁদাবাজি করে বেড়াচ্ছে। করোনার দূর্যোগকালে কিংবা আমফানেও এ চাঁদাবাজি থামেনি। চাঁদা থেকে বাদ পড়ছেনা পন্যবাহী ট্রাক, টমটম এমনকি সবজিবাহী ভ্যান পর্যন্ত। এসব চাঁদাবাজি বন্ধে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বহুবার আলোচনা ও বন্ধে করনীয় বিষয় সিদ্ধান্ত নেয়া রয়েছে। মহাসড়কে পৌরসভার কোন টোল আদায় করা যাবেনা। কিন্তু এসব বন্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। তাই চাঁদাবাজি চলছে ফ্রি-স্টাইলে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা করছেন।
×