ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে না হামাস

প্রকাশিত: ১৪:৪০, ২৬ মে ২০২০

ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে না হামাস

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েল যতক্ষণ মূল্য পরিশোধ করতে রাজি না হচ্ছে ততক্ষণ তার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে না ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে হামাস। এমনটাই জানিয়েছেন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। গত সপ্তাহে এক বিবৃতিতে হামাস জানায়, তাদের হাতে আটক ইহুদিবাদী বন্দিদের মুক্তি পাওয়ার উপায় একটিই। আর তা হলো-দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময়। এদিকে, গত মাসে হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ইয়াহিয়া সিনওয়ার এক প্রস্তাবে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে তেল আবিব যদি ফিলিস্তিনি অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশু বন্দিদের মুক্তি দেয় তবে তার সংগঠন ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়টি বিবেচনা করবে। সম্প্রতি হামাস জানায়, ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ের ব্যাপারে দু’পক্ষের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। বিবৃতিতে হামাস জানায়, তাদের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবারবর্গকে বিভ্রান্ত করা এবং ফিলিস্তিনি বন্দিদের মানসিকভাবে চাপে রাখতে আলোচনার নামে সময়ক্ষেপণ করছে তেল আবিব। প্রসঙ্গত, ইসরায়েলের কারাগারে বর্তমানে নারী, শিশু ও বৃদ্ধসহ চার হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। সূত্র : পার্সটুডে।
×