ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজও ভিড় শিমুলিয়া ঘাটে, পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি

প্রকাশিত: ১৮:১২, ২৫ মে ২০২০

আজও ভিড় শিমুলিয়া ঘাটে, পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি

অনলাইন রিপোর্টার ॥ আজ ঈদের দিনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। আজ সোমবার (২৫ মে) ভোর থেকে শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়ে। বাড়ছ গাড়ির চাপও। পরে কিছুটা সময় চাপ কমলেও দুপুরের পর থেকে আবার যাত্রীদের চাপ বৃদ্ধি পায়। ফেরি চলাচল সীমিত থাকায় ঘাট এলাকায় যাত্রী ও গাড়ির সংখ্যা জমতে থাকে। বিআইডব্লিউটিসি মাওয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চন্দ্র জানান, আজ ভোর থেকে শিমুলিয়া ঘটে গাড়ির চাপ ও যাত্রী চাপ বাড়তে শুরু করে। ঘাটে পারাপারের অপেক্ষয় রয়েছে শতাধিক গাড়ি। দুপুরের পর থেকে আবার এখন চাপ বাড়ছে। সকাল থেকে এ রুটে ৫টি ফেরি চললেও এখন ৭টি ফেরি চলাচল করছে। তিনি আরও জানান, ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে সকাল ৬টা থেকে ৮ টা পর্যন্ত ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চালু করা হয়।
×