ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে তিন নারী পুলিশ সদস্যসহ ১৪ জন করোনা সনাক্ত

প্রকাশিত: ১৫:৫৯, ২৫ মে ২০২০

পঞ্চগড়ে তিন নারী পুলিশ সদস্যসহ ১৪ জন করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে তিন নারী পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৪ জন করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৪ জন, দেবীগঞ্জ উপজেলায় ৮ জন এবং বোদা উপজেলায় ২ জন। গতরাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে ৯৬টি নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে। জেলা স্বাস্থ বিভাগ সূত্রমতে, জেলার ৫ উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৮জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে প্রেরীত নমুনার মধ্যে ৯শ ৯০জনের রিপোর্ট পাওয়া গেছে। সূত্রমতে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। এদিকে, জেলায় এ পর্যন্ত ৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত সনাক্ত হলো। এরমধ্যে একজন এএসআই পদ মর্যাদার এবং বাকি ৩ জন কনষ্টবল বলে জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে। পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, কয়েকদিন আগে কনেস্টবল পদ মর্যাদার ৯ নারী পুলিশ সদস্য ঢাকা থেকে বদলী হয়ে পঞ্চগড়ে আসে। তাদের পুলিশ লাইনের আলাদা একটি কক্ষে কোয়ারেণ্টাইনে রাখা হয়। ৮ জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে বলে তিনি জানান।
×