ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে যুবলীগ নেতা খুনের ঘটনায় বিক্ষোভ

প্রকাশিত: ১৪:২৬, ২৫ মে ২০২০

বাউফলে যুবলীগ নেতা খুনের ঘটনায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলে যুবলীগ নেতা তাপস কুমার দাসের খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকারা। বেলা ১১টায় দলীয় কার্যালয় জনতা ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে ইলিশ চত্বরে গিয়ে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, যুবলীগ সম্পাদক ও কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা প্রমূখ। বক্তারা যুবলীগ নেতা তাপসের খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে মেয়র জিয়াউল হক জুয়েলকে এ ঘটনার জন্য দায়ি করে স্লোগান ও বক্তব্য দেয়া হয়। মেয়র জিয়াউল হক জুয়েল দাবি করেন, এসময় তিনি বাউফল থানায় সভা কক্ষে ইউএনও জাকির হোসেন, বাউফল সার্কেলের সিনিয়র এসএসপি মোঃ জাকির হোসেন ও ওসি মোস্তাফিজুর রহমানের সাথে বৈঠকে উপস্থিত ঠিলেন। রবিবার দুপুরে থানা সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোর সামনে একটি তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এমপি আসম ফিরোজ এবং বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে জেলা পরিষদের ডাকবাংলোর ভিতরে যুবলীগ নেতা তাপস আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ওই দিন রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। লাশের ময়না তদন্ত শেষে কালইয়া গ্রামের বাড়িতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে । এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিকে এ ঘটনার জের ধরে কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ তার বাসভবনে সামনে হামলার স্বীকার হন। এসময় তার মা ফজিনুর বেগম (৪৭) এগিয়ে এলে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
×