ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস ॥ বিশ্বে কমছে মৃত্যুর হার

প্রকাশিত: ১২:৪০, ২৫ মে ২০২০

করোনা ভাইরাস ॥ বিশ্বে কমছে মৃত্যুর হার

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিশ্বে মৃত্যুর সংখ্যা কমে আসছে। গত ২৪ ঘণ্টায় গেলো দেড় মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে। নতুন মৃত্যু হয়েছে ২৮২৬ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৪১৯ জনে। এ পর্যন্ত একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫০০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ২৬৮ জন। এছাড়া অপরদিকে এ পর্যন্ত ২৩ লাখ ২ হাজার ২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার বিশ্বে করোনায় ২ হাজার ৮০০ জন মারা গেছেন। আক্রান্ত ৯৬ হাজার। যুক্তরাষ্ট্রেও করোনায় সবচেয়ে কম মৃত্যু রেকর্ড হয়েছে রবিবার। মারা গেছেন ৬১৪ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২২ হাজার ৭৪৬ জনের। ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সবার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ট্রাম্প প্রশাসন। ব্রাজিলে একদিনে মারা গেছেন ৭০৩ জন। আক্রান্ত হয়েছেন ১৬ হাজার। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন। মৃত্যু হয়েছে ৩৫৪১ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৫২ জনের। করোনা পরিস্থিতি নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে মতের অমিল হওয়ায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্য উপদেষ্টা। চিলিতে নতুন ৩ হাজার ৭০০ জনসহ প্রায় ৭০ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়ায় এত মানুষের স্বাস্থ্যসেবা দেয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে সংক্রমণ বাড়লেও ভারতে শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। ১ জুন থেকে লকডাউন তুলে নেয়া হচ্ছে সাউথ আফ্রিকায়। সোমবার থেকে খুলছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের স্কুল।
×