ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোলাকুলিবিহীন অন্য রকম এক ঈদ উদযাপন

প্রকাশিত: ১২:০৮, ২৫ মে ২০২০

কোলাকুলিবিহীন অন্য রকম এক ঈদ উদযাপন

অনলাইন রিপোর্টার ॥ পৃথিবীতে বসবাসরত প্রতিটি জাতির মধ্যেই বিশেষ দিনকে উপলক্ষ করে উৎসবের রেওয়াজ প্রাচীনকাল থেকেই। আর বিশ্ব মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ। ধর্মপ্রাণ মুসলমানরা উৎসব আমেজের মধ্য দিয়ে ঈদ পালন করে থাকে। তবে বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সব কিছু উলট-পালট হয়ে গেছে। করোনা ভাইরাস পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মাটি করে দিয়েছে। এবারের ঈদটি দেশবাসী উদযাপন করছে একদম সাদামাটাভাবে। নেই কোনো খোশ মেজাজ। আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। অন্য বার ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা দেখা যায়নি। কেউ কারও সাথে কোলাকুলি করেনি। দূরত্ব বজায় রেখে ঈদের কুশল বিনিময় করেছেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সব নির্দেশনা মেনে সোমবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলাতে দেখা যায়নি কাউকে। সবার মাঝেই একটা আতঙ্ক লক্ষ্য করা গেছে। শুধু রাজধানী নয় এ চিত্র গোটা দেশেরই। পুরাণ ঢাকার হোসনি দালান জামে মসজিদে ঈদের নামাজ আদায় করা রনি বলেন, এরকম ঈদের পরিবেশ দেখতে হবে কল্পনাও করিনি কোনো দিন। ঈদের দিন কোলাকুলি করে করে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মজাটাই আলাদা। এবার আর তা হল না। সৃষ্টিকর্তা যেন আর এমন ঈদ আর না দেখায়।
×