ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ঝড়ে গাছ চাপায় নিহত ১, আহত ৪

প্রকাশিত: ১২:০৬, ২৫ মে ২০২০

নীলফামারীতে ঝড়ে গাছ চাপায় নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ মাত্র তিরিশ সেকেন্ডের একটি দমকা ঝড়ো হাওয়ার কবলে পড়ে প্রাণ হারিয়েছে মোসলেম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় আহত হয় আরো ৪ জন। রবিবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন বাজারে। নিহত ব্যাক্তি মিরজাগঞ্জ গ্রামের মৃত তহুরি মাহমুদের ছেলে ও উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাসান আলীর বড় ভাই। এলাকাবাসী ও পুলিশ জানায় ঘটনার ২০ মিনিট আগে এলাকায় মুষলধারে বৃস্টি হচ্ছিল। এ সময় মিরজাগঞ্জ রেলস্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে ৫জন বসে ছিল। হঠাৎ করে দমকা ঝড়ো হাওয়া শুরু হলে তিরিশ সেকেন্ডের মধ্যে ওই বাজারের শতবর্ষী একটি বটগাছ উক্ত কাপড়ের দোকানের উপর ভেঙ্গে পড়ে। ভেতরে আটককা পড়ে উক্ত ৫ জন। পাশাপাশি ওই এলাকার অসংখ্য গাছপালা সহ কাচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়। এলাকাবাসী গাছের নিচে দোকানে আটকা পড়া মানুষজনকে উদ্ধারে ব্যর্থ হয় খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ মোসলেম উদ্দিনকে মৃত ও অপর চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত ৪ জন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান।
×