ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ভাইবোনসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:৩৮, ২৫ মে ২০২০

নীলফামারীতে ভাইবোনসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ নীলফামারীতে দুই ভাইবোন সহ নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার সকালে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে নতুন করে করোনা শনাক্ত ৪ জনের মধ্যে কিশোরীগঞ্জ উপজেলায় ঢাকা ফেরত দুই ভাইবোন , ডিমলা উপজেলায় ৬৫ বছরের ১ বৃদ্ধা ও সৈয়দপুর উপজেলায় ১ জন। সুত্র মতে নীলফামারী জেলার ওই ৪ জনের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে ৩ জন ও রংপুর মেডিকেল মেডিকেলের পিপিআর ল্যাবে ১ জন করোনা শনাক্ত হয়।
×