ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার মশক নিধন অভিযানে ডিএসসিসি’র কাউন্সিলর আসাদ

প্রকাশিত: ১৭:৪৮, ২৩ মে ২০২০

এবার মশক নিধন অভিযানে ডিএসসিসি’র কাউন্সিলর আসাদ

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভা্ইরাসের পরিস্থিতির মধ্যেই ছড়িয়েছে ডেঙ্গু আতঙ্ক। করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে সবজি বিতরণ, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ, জীবানুনাশক ছিটানোর পর এবার মশার দৌরাত্ম রোধে দুই সপ্তাহ ধরে নিজ ওয়ার্ডে কাজ শুরু করেছেন কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এসময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, বাংলামোটর, পরীবাগ, হাতিরপুল, কাটাবন এলাকায় তার কার্যক্রম পরিচালনা করেন। নিজের কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে কাউন্সিলর আসাদ বলেন, এখন সময় এসেছে করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে কাজ করার। তা না হলে আগামী কয়েকদিনের মধ্যে ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে যাবে। ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন আগাম প্রস্তুতি ও ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করা। আমাদের সীমাবদ্ধতা আছে, তাই বলে বসে থাকলে তো চলবে না। জনগণকে সুরক্ষিত রাখতে যত ধরনের উদ্যোগ নেয়ার প্রয়োজন তা আমি করে যাবো। এলাকার প্রত্যেকটি বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার এবং কীটনাশক স্প্রের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলকে সচেতন হতে হবে। টব বা ছাদের কোথাও বৃষ্টির পানি জমিয়ে রাখা যাবে না। বাড়ির আশেপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। তা না হলে আগামী কয়েকদিনের মধ্যে ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে যাবে। মশক নিধন অভিযানে সন্তুষ্ট তার ওয়ার্ডের বাসিন্দারাও। সানাউল হক সানী নামে এক বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, প্রথমদিকে মশার উৎপাত বেশী থাকলেও এখন তার প্রাদুর্ভাব অনেকটা কমে গেছে। এতে কিছুটা নিরাপদ বোধ করছেন তিনি। কাউন্সিলরের এ কার্যক্রমের প্রশংসাও করেন তিনি।
×