ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় আমফানে ঘরবাড়ি বিধ্বস্ত মানুষের পাশে সেনাবাহিনী

প্রকাশিত: ১৫:৪৬, ২৩ মে ২০২০

কলাপাড়ায় আমফানে ঘরবাড়ি বিধ্বস্ত মানুষের পাশে সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ ঘুর্ণিঝড় আমফানে পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরের বসীন্দা মাদরাসা শিক্ষক আল-আমিনের বিধ্বস্ত ঘরটি নতুনভাবে নির্মাণ করে দিলেন সেনাবাহিনীর সদস্যরা। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সাত অর্টিলারি ব্রিগেডের ৪২ ফিল্ডের নেতৃত্বে শনিবার সকাল থেকে এ গৃহপুনর্বাসন কার্যক্রম শুরু হয়। কলাপাড়ায় সেনাবাহিনীর এ পূণর্বাসন কার্যক্রম শুরু করেন ক্যাপ্টেন ওয়াসিফ। মদিনা তুল উলুম নুরানী মহিলা মাদরাসার শিক্ষক আল আমিন জানান, ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে তার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। মা-বাবা ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি বিপাকে পড়েছিলেন। ঠিক এ সময় সেনাবাহিনী সদস্যরা কঠোর পরিশ্রম করে তার বসতঘরটি নির্মাণ করে দেয়ায় তিনি স্বস্তি ফিরে পেলেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। ক্যাপ্টেন ওয়াসিফ জানান, ঘূর্ণিঝড় আমফানে কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত গৃহহারাদের তালিকা করে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের নতুন ঘর নির্মান করে দেয়া হবে। এর আগে তারা আমফানে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন।
×