ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাতিল হলো মেক্সিকোর লিগ

প্রকাশিত: ১৪:৫৭, ২৩ মে ২০২০

বাতিল হলো মেক্সিকোর লিগ

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল মেক্সিকোর পেশাদার ফুটবল প্রতিযোগিতা লিগা এমএক্স। এই প্রথমবার দেশটির শীর্ষ লিগে কোনো চ্যাম্পিয়ন থাকছে না। গত মধ্য মার্চে লিগ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১০ রাউন্ডের খেলা হয়েছিল। মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে শুক্রবার লিগ বাতিলের সিদ্ধান্ত জানায় লিগ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সান্তোস লাগুনার ৮ জন খেলোয়াড়ের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল লিগ কর্তৃপক্ষ। তবে আক্রান্ত কারো নাম প্রকাশ করা হয়নি। ২২ পয়েন্ট নিয়ে ক্রুস আজুল ছিল শীর্ষে। ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের পথে ছিল তারা।
×