ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাতিল চেয়ে ইউএনও’র কাছে আবেদন

আদিতমারীতে মানবিক সহায়তা তালিকায় প্রভাবশালীদের নাম

প্রকাশিত: ১৪:৪২, ২৩ মে ২০২০

আদিতমারীতে মানবিক সহায়তা তালিকায় প্রভাবশালীদের নাম

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে মানবিক সহায়তা কার্ডে প্রভাবশালীদের নাম বাতিল ভুক্ত করার অভিযোগ উঠেছে। এতে করে করোনা পরিস্থিতিতে অসহায় প্রকৃত সুবিধা ভোগীদের নাম অর্ন্তভুক্তের দাবি উঠেছে। ইউএনওকে দেয়া অভিযোগের সূত্রে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান সরকারী নির্দেশ অমান্য করে প্রভাবশালী ও আত্মীয়দের নাম অর্ন্তভুক্ত করে মানবিক সহায়তার তালিকা প্রনয়ন করে। ফলে প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়ে পড়েন প্রকৃত ছিন্নমুল পরিবার। এতে তিনি সংশ্লিষ্ট কমিটির তালিকাকে পাশ কাটিয়ে গেছে। এদিকে একটি সূত্র দাবি করে, চেয়ারম্যানের আত্মীয় গরীব হতে পারেনা। চেয়ারম্যানের আত্মীয় বলে, গরীব পরিবারটি মানবিক সহায়তা হতে বাদ পরবে। এদিকে মানবিক সহায়তা কমিটির সদস্যরা এই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মনসুর উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। সারপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মানবিক সহায়তা কমিটির সদস্য সচিব সন্তোষ কুমার জানান, কমিটির দেয়া তালিকা বাদ দিয়ে ইউএনও অফিসে চেয়ারম্যান মানবিক সহায়তার তালিকা জমা দিয়েছে। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কিনা মাহমুদ প্রভাবশালী ও আত্মীয়দের নামসহ বেশ কিছু ভুয়া নাম অন্তভুক্ত করেছে। এ ইউপি সদস্য বেশ কিছু নতুন সিম কিনে ভুয়া নাম ব্যবহার করেছেন মানবিক সহায়তার জন্য। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যানদের দেয়া তালিকা যাচাইবাচাই করে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ডিসি স্যার এই বিষয়ে ব্যবস্থা নিবেন।
×