ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবেক সাংবাদিক জাসদ নেতা সুমন মাহমুদের ইন্তেকাল

প্রকাশিত: ০০:৩৩, ২৩ মে ২০২০

সাবেক সাংবাদিক জাসদ নেতা সুমন মাহমুদের ইন্তেকাল

জনকণ্ঠ ডেস্ক ॥ ভোরের কাগজের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক, এক সময়ের জাসদ নেতা সুমন মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান বলে তার ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মঞ্জুর আহাদ হেলাল জানিয়েছেন। খবর বিডিনিউজের। সত্তরোর্ধ সুমন মাহমুদ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ১২ মে তাকে পুরান ঢাকার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বলেন, প্রথমে করেনাভাইরাস সংক্রমণের সন্দেহ করা হলেও দুইবার পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসে। জাসদের একসময়ের একনিষ্ঠ কর্মী সুমন ভোরের কাগজের জন্মলগ্ন থেকেই পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘মাঝে একবার এনটিভিতে যোগ দিয়েছিলেন। পরে আবার ভোরের কাগজে এসে যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্ব নেন। একবার তার হার্ট এ্যাটাক হয়েছিল, ওই অসুস্থতার কারণে প্রায় ৬ বছর আগে তিনি ভোরের কাগজ ছেড়ে দেন। এরপর আর কোথাও যোগ দেননি।’ সুমন মাহমুদের স্ত্রী ডাঃ পারভীন শাহীদা আকতার একজন ক্যান্সার বিশেষজ্ঞ। তাদের দুই সন্তানের মধ্যে ছেলেও চিকিৎসক, মেয়ে প্রকৌশলী। সুমন মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সংসদ সদস্য সাধারণ সম্পাদক শিরীন আখতার।
×