ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ০০:২১, ২৩ মে ২০২০

টঙ্গীতে বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২২ মে ॥ ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান নামে এক যুবক নিহত হয়েছে। টঙ্গী বাজার মাজার বস্তি এলাকায় শুক্রবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব ১ এর অধিনায়ক সাফিউল্লা বুলবুল রাতে জনকণ্ঠকে জানান, নিহত হাসান তুরাগ নদীর কাছে দুবোন ধর্ষণ, মাদক, ডাকাতি, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ ১৪ মামলার আসামি ছিল। তিনি আরও জানান, র‌্যাব নিয়মিত টহলে থাকা অবস্থায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে হাসান। র‌্যাব তাকে সন্দেহ জনকভাবে ধরতে গেলে হাসান র‌্যাবকে লক্ষ্য আক্রমণ চালাতে থাকে। এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে গুলি চালালে হাসান ঘটনাস্থলে নিহত হয়। উল্লেখ, করা যেতে পারে, বৃহস্পতিবার রাতে এই ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে প্রথম শ্রেণীর ছাত্রী চাঁদনীকে ধর্ষণ শেষে হত্যাকারী সিরিয়াল ধর্ষক আবু সুফিয়ান টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। র‌্যাব অধিনায়ক বুলবুল আরও জানান, নিহত হাসান টঙ্গীর প্রধান মাদক কারবারি বাচ্চুর সেকেন্ড-ইন-কমান্ড এবং টঙ্গীর প্রধান মাদক স্পট হাজীর মাজার বস্তিতে দুই সহোদরা বোনকে দলবদ্ধভাবে ধর্ষণ মামলার অন্যতম আসামি। অতিসম্প্রতি বাচ্চু র‌্যাবের ক্রস ফায়ারে নিহত হওয়ার পর হাসান টঙ্গীর প্রধান পাইকারি মাদক বাজার হিসেবে পরিচিত হাজী মাজার বস্তির মাদক ব্যবসার হাল ধরে। শুক্রবার রাত ৯ টার দিকে হাজী মাজার বস্তি সংলগ্ন স্থানীয় হোন্ডা রোড এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে সে নিহত হয়।
×