ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে আদিবাসী বাউল ও কীর্তন শিল্পীদের মধ্যে নির্মূল কমিটির ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২১:৫৯, ২৩ মে ২০২০

উত্তরাঞ্চলে আদিবাসী বাউল ও কীর্তন শিল্পীদের মধ্যে নির্মূল কমিটির ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে উত্তরবঙ্গের ৪ স্থানে শতাধিক প্রান্তিক আদিবাসী সাঁওতাল ও বাউল/কীর্তন শিল্পী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ বিস্তার রোধে দেশব্যাপী ধারাবাহিক লকডাউনের কারণে খেটে-খাওয়া সাধারণ মানুষের জীবন ও জীবিকা সম্পূর্ণ অনিশ্চিত ও বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশব্যাপী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন শাখা এপ্রিল মাসের শুরু থেকে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য-সুরক্ষা ও ত্রাণসামাগ্রী পৌঁছে দিচ্ছে। গত ৫০ দিনের এই ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় শুক্রবার নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সদর, গোবিন্দনগর, চন্ডীপুর ও ফাড়াবাড়ির শতাধিক আদিবাসী সাঁওতাল এবং বাউল ও কীর্তন শিল্পীদের ভেতর ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
×