ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় বগুড়ার সাবেক এমপি কামরুন্নাহার পুতুলের মৃত্যু

প্রকাশিত: ২১:২৬, ২৩ মে ২০২০

করোনায় বগুড়ার সাবেক এমপি কামরুন্নাহার পুতুলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল বৃহস্পতিবার রাতে মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটি বগুড়ায় প্রথম মৃত্যু। রাত সোয়া ১১টার দিকে বগুড়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি প্রয়াত সাংসদ মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। বগুড়ার সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান হয়েছিল। শুক্রবার দুপুরে নমুনার পরীক্ষার ফল পাওয়া যায়। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, সাবেক সংসদ সদস্য উচ্চরক্তচাপ, ডায়াবেটিক, জ্বর ও পাতলা পায়খানাসহ করোনার অন্যন্যা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। ৮/১০ দিন আগে তিনি ঢাকা থেকে বগুড়া ফিরেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছিল। কামরুন্নাহার পুতুল ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনীত হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। করোনা সর্ম্পকিত স্বাস্থ্যবিধি অনুযায়ী বাদ জুমা জানাজা শেষে তাকে শহরের নামাজগড় গোরস্থানে দাফন করা হয়।
×