ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুমাতুল বিদা পালিত

প্রকাশিত: ২১:১৪, ২৩ মে ২০২০

জুমাতুল বিদা পালিত

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করেছেন। দিনটি উপলক্ষে বিপুলসংখ্যক রোজাদার মুসল্লি দেশের বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনেই জুমার নামাজ আদায় করেন। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেছেন তারা। জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমাতুল বিদায় অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে অনেকেই জুমার নামাজে হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। দিনটি আবার আল কুদ্স দিবস হিসেবে পরিচিত। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। তিনফুট দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করতে দেখা যায়। রমজানের শেষ শুক্রবার খুদবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এ মাসকে।
×