ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২১:০৫, ২২ মে ২০২০

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও টিন বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। অধিক ক্ষতিগ্রস্ত শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। এছাড়া, নৌবাহিনীর সদস্যদের নিজস্ব রসদে কানাইনগর ও জয়মনি এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি মানবিক খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়। এদিকে সদর উপজেলার খানপুর সুগন্ধী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রান সামগ্রি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিললুর রহমান। জেলার অন্যান্য উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে অনুরূপ ত্রাণ বিতরণ করা হচ্ছে। শুক্রবার জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতি ও আমফান পরবর্তী ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারের পক্ষ থেকে মানবিক সহয়তা হিসেবে ঢেউটিন ও খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।” ঘূর্ণিঝড় আমফানের আঘাতে বাগেরহাটে ৪ হাজার ৬৮৬টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। মাঠে থাকা সবজি, আমনের বীজতলা, পাকা ধানসহ ১৭শ’ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে কৃষকদের সাড়ে ৬ কোটি ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
×