ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক

প্রকাশিত: ২০:১৯, ২৩ মে ২০২০

চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক

তৌফিক অপু ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নেই কোথাও কোন নাটকের শূটিং। প্রতি ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে নতুন নতুন নাটকের আবির্ভাব ঘটে, এবার তার উল্টো। তবুও বিভিন্ন টিভি চ্যানেল দর্শকের বিনোদনের জন্য পুরনো কয়েকটি নাটক এবার ঈদে প্রচার করছে। তার কয়েকটি উল্লেখযোগ্য নাটক নিয়ে এ আয়োজন। ঈদ-উল-ফিতরের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টায় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে প্রয়াত হুমায়ূন সাধুর শেষ নাটক। মৃত্যুর আগে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘ভিউ বাবা’ নামে একটি নাটকের নাম চরিত্রের অভিনয় করেছিলেন হুমায়ূন সাধু। এবার ঈদে নাটকটি প্রচারে আসছে। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নামই ‘ভিউ বাবা’। হুমায়ূন সাধু ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন, মোশাররফ করিম, সারিকা সাবরিন, মুশফিক আর ফারহান প্রমুখ। ঈদ-উল-ফিতর উপলক্ষে দীপ্ত টিভিতে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সুন্দর আলীর অপেরা’ প্রচার হবে ঈদের ১ম দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে পালাকারের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সেফালী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকটিতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, কেয়া আক্তার পায়েল, নিকুল মন্ডল প্রমুখ।
×