ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে শত্রুতার জেরে প্রতিবন্ধীকে হত্যা

প্রকাশিত: ২০:০২, ২৩ মে ২০২০

সিলেটে শত্রুতার জেরে প্রতিবন্ধীকে হত্যা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক বাক-প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম নাজিম উদ্দিন (৪০)। সে উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির কটালপুর পূর্বপাড়া গ্রামের মৃত বাতির আলীর ছেলে। জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে কটালপুর কোনাপাড়া গ্রামের মনির আলীর পুত্র নেছার আলী ও তার সহযোগীরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কটালপুর সেনের বাজারে নাজিমকে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। কক্সবাজারে আসামির লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, শহরের আলোচিত বিডিআর সৈয়দ হত্যাকা-ের মূলহোতা মোঃ আলমগীরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। সে দক্ষিণ রুমালিয়ারছরা এবিসিঘোনা চেয়ারম্যানঘাটা এলাকার মোহাম্মদ ফরিদ প্রকাশ দারোয়ান ফরিদের পুত্র। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শুক্রবার মধ্য রাত দুইটায় শহরের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশটি পাওয়া যায়। মোঃ আলমগীরের বিরুদ্ধে ২০টির অধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এতিম শিশুদের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌবাহিনী এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শুক্রবার খুলনার মহেশ্বরপাশায় অবস্থিত সরকারী শিশু পরিবার (বালক) এবং সাউথ সেন্ট্রাল রোডের সরকারী শিশু পরিবার বালিকা (তাম্বি হাউস)-এর এতিম শিশুদের মাঝে উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করে নৌবাহিনী। খুলনা নেভাল এরিয়া কমান্ডারের আয়োজনে ইতোমধ্যে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, বরগুনা ও ঝিনাইদাহ জেলার ৩৬টি মাদ্রাসার ৮০০ ছেলে এবং ৮০০ মেয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী হিসেবে ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি-পায়জামা ও টুপি এবং মেয়ে শিশুদের জন্য সালোয়ার, কামিজ ও হিজাব প্রদান করা হয়েছে। -আইএসপিআর
×