ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের তারে জড়িয়ে রাইচ মিল চালকের মৃত্যু

প্রকাশিত: ২০:০১, ২৩ মে ২০২০

বিদ্যুতের তারে জড়িয়ে রাইচ মিল চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর ভাড়ইমারীতে ঝড়ে বিধ্বস্ত হওয়া এগারো হাজার কেভি বিদ্যুত লাইনে জড়িয়ে রাইচ মিলের ড্রাইভার আব্দুল বারী (৫৯) নিহত হয়েছেন। তিনি ভাড়ইমারী স্কুলপাড়ার মৃত হারেজ উদ্দিন মালিথার ছেলে । জানা গেছে, শুক্রবার সকালে ভাড়ইমারী উত্তরপাড়ার হাসেম প্রামাণিকের বাড়িতে ঝড়ে বিধ্বস্ত হওয়া বিদ্যুত লাইন মেরামতের সময় আব্দুল বারী মালিথা তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হলে তাকে ঈশ্বরদী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী কাজল সরদার জানান, সকালে বারী স্থানীয় একটি রাইচ মিলে কাজ করতে গেলে উত্তরপাড়ার নুর আমিন প্রামাণিকের ছেলে পিয়াস তাদের বাড়ির বিদ্যুত লাইন মেরামতের জন্য ডেকে নিয়ে যায়। বুধবার রাতের ঘূর্ণিঝড়ে ওই এলাকার পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে গিয়েছিল। মেরামতের সময় ১১ হাজার কেভি এই লাইনের তারে বারী জড়িয়ে পড়ে। মীরসরাইয়ে যুবক নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে জানান, মীরসরাইয়ের খৈয়াছড়ায় ব্যাটারি চালিত রিক্সার চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মোঃ খুরশিদ (৩০) ফেনাপুনী গ্রামের মোঃ মোস্তফার ছেলে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আমবাড়িয়া গ্রামের ফকির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অটোরিক্সা চালিয়ে মোঃ খুরশিদের সংসার চলত। বৃহস্পতিবার রাতে রিক্সার মালিক ফরহাদের বাড়িতে অটোরিক্সাটির ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। স্থানীয় তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×