ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণপিটুনিতে গরু চোর নিহত ॥ পিকআপসহ আটক দুই

প্রকাশিত: ২০:০০, ২৩ মে ২০২০

গণপিটুনিতে গরু চোর নিহত ॥ পিকআপসহ আটক দুই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ মে ॥ জেলার কটিয়াদীতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে রাসেল (২৭) নামে এক চোর নিহত হয়েছে। এছাড়া গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িসহ শাহীন (২৩) ও আনান (৩৫) নামে অপর দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গণপিটুনিতে নিহত রাসেল কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দ শ’ জালুয়াপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। শুক্রবার ভোরে উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সংঘবদ্ধ চোরদল বনগ্রাম পশ্চিমপাড়া গ্রামের হুমায়ুন কবীর বাদলের বড় তিনটি গরু চুরি করতে যায়। গোয়ালঘর থেকে গরুগুলোকে চোরেরা বের করে পাশের জঙ্গলে নিয়ে পিকআপে উঠানোর সময় লিচু বাগানের পাহারাদারের চোখে পড়ে। পরে পাহারাদার গরুর মালিককে ডেকে বিষয়টি জানালে গোয়াল ঘরে গরু না পেয়ে চিৎকার শুরু করেন এবং পার্শ্ববর্তী মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান। মাইকিং শুনে চোরদল গাড়ি নিয়ে পুরনো রেললাইনের পাশ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী গ্রামের সব রাস্তায় জড়ো হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে একই গ্রামের লতিফ মাস্টারের বাড়ির পাশে পিকআপ গাড়িসহ তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় পালানোর সময় চোর রাসেল সেতুর নিচে পানিতে পড়ে যায়। ভোরে সেতুর নিচে পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সদরের জালুয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শাহীন (২৩) নোহার গ্রামের মৃত নূর ইসলামের ছেলে আনান (৩৫) নামের দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় অন্যরা পালিয়ে যায়।
×