ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে চার হাজার পরিবারে খাদ্য সহায়তা

প্রকাশিত: ২০:০০, ২৩ মে ২০২০

ময়মনসিংহে চার হাজার পরিবারে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের চার হাজার পরিবারে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, দুধ, চিনি, সেমাইসহ ঈদ সামগ্রী। ঈদ উপলক্ষে এলাকার কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে বৃহস্পতিবার রাতে এসব সামগ্রী পৌঁছে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখার কথা জানালেন এই উপজেলা চেয়ারম্যান। এ সময় ভাবখালী ইউনিয়ন চেয়ারম্যান আবদুস সাত্তার সোহেল, ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ রফিক উদ্দিন রাসেল ও সাধারণ সম্পাদক আলহাজ আরিফ রব্বানী সঙ্গে ছিলেন। টঙ্গী নিজস্ব সংবাদদাতা, টঙ্গী থেকে জানান, টঙ্গী হাকিম মাস্টার এমপি ফাউন্ডেশনের উদ্যোগে টঙ্গীর মুদাফায় শুক্রবার করোনায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, মাহবুব-উল-আলম মাস্টর, আনিসুর রহমান, নাজমুল হক জিহাদী, আবুল হাসেম ও আলাউদ্দিন প্রমুখ। তিন দফায় বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও সেমাই।
×