ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ মে ২০২০

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ মে ॥ গাইবান্ধায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের পরিবারের কাছে রাতেই লাশ হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন প্রতিটি নিহত পরিবারকে ১০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এদিকে এই দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসক ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন। তদন্ত টিমের কর্মকর্তারা হচ্ছেন আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নেছা, সদস্য এএসপি সি সার্কেল মোঃ আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। এই তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করতে হবে। তদন্তকালে কিভাবে আইন অমান্য করে নিহতরা মালামাল পরিবহনকারী ট্রাকে ঢাকা থেকে এলো, দুর্ঘটনার কারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে তদন্তপূর্বক রিপোর্ট দিতে বলা হয়েছে।
×