ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিলেন খাশোগির ছেলেরা

প্রকাশিত: ১৯:১৫, ২৩ মে ২০২০

বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিলেন খাশোগির ছেলেরা

তুরস্কে সৌদি আরবের কনসুলেটের ভেতর খুন হওয়া সৌদি নাগরিক, সাংবাদিক জামাল খাশোগির ছেলেরা বলেছেন, তারা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। ‘আমরা শহীদ জামাল খাশোগির ছেলেরা ঘোষণা করছি, যারা আমাদের বাবার হত্যাকারী, আমরা তাদের ক্ষমা ও মার্জনা করছি। শুক্রবার এক টুইটার বার্তায় এসব কথা বলেন জামাল খাশোগির ছেলে সালাহ খাশোগি। খবর আলজাজিরা অনলাইনের। সৌদি আরবে থাকা সালাহ’র এ ঘোষণা খাশোগি হত্যাকাণ্ডে শাস্তি প্রাপ্তদের সাজায় কোন ধরনের প্রভাব ফেলবে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামাল খাশোগি পরবর্তীতে দেশটির শাসনকাঠামো ও শাসকদের তীব্র সমালোচক হিসেবে আবির্ভূত হন। ২০১৮ সালে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটের ভেতর তাকে হত্যার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। রিয়াদ থেকে আসা ১৫ গুপ্তচর ওয়াশিংটন পোস্টের কলাম লেখককে হত্যার পর তার লাশ গুমে জড়িত ছিল বলে সে সময় আঙ্কারা দাবি করেছিল। সৌদি আরবের কৌঁসুলিরা পরে এ ঘটনায় ১১ জনকে অভিযুক্তও করেন। বিচারে ৫ জনের মৃত্যুদণ্ড, তিনজন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকিরা ছাড়া পান বলে গত বছরের ডিসেম্বরে জানায় দেশটির কর্তৃপক্ষ। সালাহ এর আগে বাবার হত্যাকাণ্ডের বিচারে সৌদি বিচারব্যবস্থার উপর তার ‘সম্পূর্ণ আস্থা’ আছে বলে মন্তব্য করেছিলেন। সমালোচকরা তার বাবার হত্যাকাণ্ডকে নিজেদের উদ্দেশ্যসাধনে ‘ব্যবহার করতে চাইছে’ বলেও অভিযোগ ছিল তার। চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সালাহ ও খাশোগির অন্য সন্তানরা সৌদি সরকারের কাছ থেকে কয়েক কোটি ডলার মূল্যের বাড়ি পেয়েছে বলে জানানো হয়েছিল। কর্তৃপক্ষ খাশোগির সন্তানদের প্রতিমাসে কয়েক হাজার ডলার করে ভাতা দিচ্ছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল। সালাহ সে সময় প্রতিবেদনে থাকা তথ্যগুলোকে ‘অসত্য’ অ্যাখা দিয়ে সৌদি সরকারের সঙ্গে কোন ধরনের আর্থিক সমঝোতা নিয়ে আলোচনার কথা অস্বীকার করেছিলেন।
×