ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল

প্রকাশিত: ১৯:১৩, ২৩ মে ২০২০

ব্রাজিলে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা বৃহস্পতিবার ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে সর্বোচ্চ সংখ্যক মানুষ প্রাণ হারানোর পর এ সংখ্যা ২০ হাজার ছাড়াল। স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। ব্রাজিল হচ্ছে ল্যাতিন আমেরিকায় করোনা ছড়ানোর উৎপত্তি কেন্দ্র। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১ হাজার ১৮৮ জনের মৃত্যু ঘটায় সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ২০ হাজার ৪৭ জনে দাঁড়ালো। ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৩ লাখ ১০ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারীভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ল্যাতিন আমেরিকার এ বিশাল দেশের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে লকডাউন তুলে নিতে চাপ দেয়ায় দেশটির ২৭টি রাজ্য গবর্নরের অধিকাংশের সঙ্গে তিনি সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন। - এএফপি
×