ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে করোনা টেস্টের রিপোর্ট দুই দফায় দেয়া হবে

প্রকাশিত: ১৮:৪০, ২২ মে ২০২০

কক্সবাজারে করোনা টেস্টের রিপোর্ট দুই দফায় দেয়া হবে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের রিপোর্ট এখন থেকে পৃথক ২টি ভাগে দেয়া হবে। ৩৪টি ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের রিপোর্ট প্রতিদিন প্রথম দফায় দেয়া হবে। কারণ তারা বাংলাদেশের নাগরিক নয়। আর কক্সবাজারের বাসিন্দা সহ বাংলাদেশের নাগরিকদের করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের রিপোর্ট দ্বিতীয় দফা দেয়া হবে। করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির জেলা পর্যায়ের গত ১৯মে অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সূত্র জানিয়েছে। করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের রিপোর্ট ২দফে দেয়ার এই সিদ্ধান্ত গত ২১মে থেকে কক্সবাজার মেডিক্যাল কলেজে কার্যকর করা হয়েছে। আর এখন থেকে করোনার স্যাম্পল টেস্ট, সুস্থতা, করোনায় মৃত্যু, চিকিৎসাধীন রোগী, মোট করোনা রোগীর সংখ্যা সবকিছু রোহিঙ্গা ও কক্সবাজারের নাগরিকদের জন্য পৃথকভাবে করা হবে বলে সূত্রটি জানিয়েছে। প্রসঙ্গত, গত ২১মে সনাক্ত হওয়া ৩জন রোগী সহ এ পর্যন্ত মোট ১৩জন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ১৪মে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
×