ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সজল আলী কাইজেনের ঈদের টেলিফিল্ম ‘ভালবাসায় ভুল ছিলনা’

প্রকাশিত: ১৮:১৫, ২২ মে ২০২০

সজল আলী কাইজেনের ঈদের টেলিফিল্ম ‘ভালবাসায় ভুল ছিলনা’

অনলাইন ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় মাছরাঙা চ্যানেলে প্রচার হবে এই সময়ের মেধাবী তরুণ নির্মাতা সজল আলী কাইজেন রচিত ও পরিচালিত বিশেষ টেলিফিল্ম ‘ভালবাসায় ভুল ছিলনা’। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি, কচি খন্দকার, রাজীব রেজা প্রমুখ। ‘ভালবাসায় ভুল ছিলনা’ টেলিফিল্মটি ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৭-৩০ মিনিটে প্রচার হবে। ‘ভালবাসায় ভুল ছিলনা’ টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে দরিদ্র পরিবারের মেধাবী ছেলে রাব্বি স্বপ্ন দেখে বড় কিছু হবে। কিন্তু তার সে স্বপ্ন রীতিমত দুঃস্বপ্নে পরিণত হয় রাহাকে ভালোবাসতে গিয়ে। রাহার বাবা বড় লোক। তার মেয়ের সাথে রাব্বির সম্পর্ক কোনভাবেই মেনে নিতে পারে না সে। প্রচন্ড অপমান হতে হয় রাব্বিকে। অর্থের সাথে অনর্থের দ্বন্দ্বে রাব্বি হয়ে যায় এক অসহায় জীব। মেধা, পরিশ্রম আর ভালবাসার মূল্যায়নে রাব্বি হেরে যাওয়া এক সৈনিক মাত্র। সত্যের সাথে মিথ্যার, ভালবাসার সাথে ছলনার, সুন্দরের সাথে অসুন্দরের যুদ্ধে রাব্বির সহযোদ্ধা রাহা। ভালমন্দের যুদ্ধে রাহা চায় সত্য, সুন্দরের জয় হোক, তাদের মধ্যকার ভালবাসার জয় হোক। কিন্তু তার বাবার অহমিকার কাছে সবকিছুর পরাজয় হয়। অপমান আর ভালবাসা হারানোর তীব্র বেদনা সহ্য করতে না পেরে রাব্বি একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
×