ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ কবি নইম হাসানের জন্মদিন

প্রকাশিত: ১৭:৫১, ২২ মে ২০২০

আজ কবি নইম হাসানের জন্মদিন

অনলাইন রিপোর্টার ॥ ১৯৭১ সালের ২২ মে ঢাকায় জন্ম নেয়া কবি নইম হাসানের লেখার হাতেখড়ি স্কুলের দেয়াল লিখন ও স্মরনিকায় অংশগ্রহনের মধ্য দিয়ে। কলেজের দিনগুলোতে তার সময় কাটতো গান ও কবিতা লিখে এবং প্রকৃতির রূপ রস উপভোগ করে। পাশাপাশি খেলাধূলাতেও পারদর্শি ছিলেন তিনি। কিছুদিন ব্যাডমিন্টন ও হ্যান্ডবল প্র্যাকটিস করেছেন দেশের প্রথম বিভাগ ক্লাবে। বিজ্ঞাপনের মডেলিং এ কাজ শুরু করেও সে পথে পা বাড়াননি। কবি নইম হাসান লিখেন জীবনমুখী কবিতা। বন্ধুবৎসল নইম একজন সংগঠকও। সুস্থধারার সাংস্কৃতিক সংগঠন শুভজন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি। দৈনিক যায় যায় দিন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন কয়েক বছর। এছাড়াও মানবকন্ঠ সেতুবন্ধনের সাবেক সাধারন সম্পাদক। বর্তমানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর পরিচালক। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সদস্য সহ যুক্ত আছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে। নিজের বাবার নামে প্রতিষ্ঠিত গোলজার হোসেন ভুইয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারা বছর দু:স্থ মানুষের কল্যাণে কাজ করেন। বহুমাত্রিক প্রতিভায় দীপ্ত কবি নইম হাসান কাজের স্বীকৃতি পেয়েছেন দেশ বিদেশ থেকে। তিনি অর্জন করেছেন ভারতের কোলকাতার ডায়মন্ড হারবার প্রেসক্লাব ও কুসুমের ফেরা সাহিত্য সংগঠন প্রদত্ত নাট্যকার উৎপল দত্ত স্মৃতি পুরস্কার, বাংলাদেশ মানবধিকার সোসাইটির কাজী নজরুল ইসলাম স্বর্নপদক, সাপ্তাহিক চিত্রজগত পদক সহ বেশকিছু সম্মাননা। কবির বর্নাঢ্য জীবনে প্রকাশিত হয়েছে অতলান্ত নোনাজল, স্বাপ্নিক, অন্তর্দাহ শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ।
×