ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ডসহ ৩৩ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১৪:৫৫, ২২ মে ২০২০

আদমদীঘিতে উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ডসহ ৩৩ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ করোনা পজেটিভ হওয়া উপজেলা পরিষদের এক নিরাপত্তা কর্মীর (আনসার সদস্য) সংস্পর্শে চলাচল করার কারণে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসন ও পরিষদের ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেই সাথে ওই ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা পজেটিভ হওয়া আনসার সদস্য সিরাজুলকে তার নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের নিরাপত্তা কর্মী হিসাবে দায়ীত্ব পালন করে আসছিলেন আনসার সদস্য সিরাজুল ইসলাম। গত সপ্তাহে সে জ্বর ও সর্দি কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এসময় কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হওয়ায় তার নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। বৃহস্পতিবার সে পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। ফলে তাকে তার বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে নিরাপত্তা কর্মীর পজিটিভ রিপোর্টের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল্লাহ দেওয়ান অনুসন্ধান করে ওই নিরাপত্তা কর্মীর সংস্পর্শে চলাচল করা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা বিন রশিদ, সহকারি কমিশনার(ভূমি) মাহবুবা হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের কয়েক চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন দফতর প্রধান সহ ৩৩ জনের নমুনা সংগ্রহ করে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল্লা দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই আনসার সদস্যের সংস্পর্শে আরো কারা এসেছিলেন তার অনুসন্ধান চলছে।
×