ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় ভারতে স্যানিটারি প্যাড সংকট

প্রকাশিত: ১৪:০২, ২২ মে ২০২০

করোনায় ভারতে স্যানিটারি প্যাড সংকট

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে দেশটিতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্যানিটারি প্যাড সংকটে পড়েছে ভারতের কিশোরীরা। কারণ ভারতে স্কুল থেকেই কিশোরীরা স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারেন। ভারতের ১৪ বছর বয়সী কিশোরী প্রিয়া জানান, প্রতিমাসে তাকে ১০ টি করে স্যানিটারি প্যাডে স্কুল থেকে দেয়া হয়। তবে স্কুল বন্ধ থাকায় আর সেগুলো পাচ্ছেন না তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতে সাড়ে ৩৫ কোটি ঋতুমতী নারীর মধ্যে ৩৬ শতাংশ স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায়ে ঋতুস্রাবের মোকাবেলা করেন। আর ভারতে প্রতি বছর ২ কোটি ৩০ লাখ শিক্ষার্থী ঋতুস্রাব শুরু হওয়ার পরপরই স্কুল ছেড়ে দেয়। এ বিষয়ে মানবাধিকার কর্মী মাধু বালা রাওয়াত বলেন, মহামারিতে ঋতুস্রাব বন্ধ থাকে না। এই সময় খাবারের মতো প্যাড খুব প্রয়োজনীয়। কেন সরকার আমাদের প্রয়োজনীয়তাকে এড়িয়ে চলছে?
×